সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর রবিবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নিয়ে কড়া পদক্ষেপ নিলেন। অনুরাগ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, শিল্পের নামে অশ্লীলতা, অশালীন শব্দের প্রয়োগ চলবে না। কেন্দ্রীয় মন্ত্রী ক্রমবর্ধমান ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অশালীন শব্দের ব্যবহার নিয়ে সাবধান করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, সরকার সব দিকেই নজর রাখছে। প্রয়োাজনে কড়া পদক্ষেপ করবে।
অনুরাগ ঠাকুর নাগপুরে একটি সাংবাদিক সম্মেলনে জানান, ‘‘শিল্পের অপব্যবহার বরদাস্ত করা হবে না। এই সব প্ল্যাটফর্ম কেবল সৃজনশীলতার স্বাধীনতার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য নয়। তাই প্ল্যাটফর্মগুলিতে আপত্তিকর বিষয়বস্তুর নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এই নিয়ে কোনও পরিবর্তনের দরকার হলে অবশ্যই সরকার তা বিবেচনা করে দেখবে। সব কিছুর একটা সীমা রয়েছে, তা কখনও অতিক্রম করা উচিত নয়। শিল্পের নামে অভদ্রতা মেনে নেওয়া যায় না।’’
আরও পড়ুন:

পিসিওএস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, শুধরে দিচ্ছেন চিকিৎসকরা

নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা

অনুরাগ এও জানান, এখনও এই ধরনের অভিযোগ এলে প্রাথমিক ভাবে প্রযোজককেরই দায় থাকে সেই অভিযোগের মোকাবিলা করার। সম্প্রতি দিল্লির উচ্চ আদালত ‘কলেজ রোম্যান্স’ নিয়ে আপত্তি জানিয়ে ছিল। ওই সিরিজের ভাষাকে ‘অশ্লীল’ বলে আখ্যা দেওয়া হয়। এফআইআর দায়ের করা হয় নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের নামে।

Skip to content