বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


গুজরাতে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে গুলি চলল। সহকর্মীর ছোড়া গুলিতে দু’জন জওয়ান নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। আগামী মাসে গুজরাতে ভোট। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখন গুলি চালানো হয়, তখন জওয়ানরা কেউ কর্তব্যরত ছিলেন না। একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের কয়েক জনের মধ্যে ঝামেলা হয়। সেই থেকেই তাঁরা একে অপরের দিকে গুলি চালান।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

আমাজন আর অনলাইন খাবার ডেলিভারি করবে না, ভারতে বন্ধ হচ্ছে সংস্থার এই পরিষেবা

পুলিশ জানিয়েছে, পোরবন্দরের কাছে ভোটের কাজের জন্য মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। ঘাতক জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিংহ। একে ৪৭ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। তাঁর গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, থোইবা সিংহ এবং জিতেন্দ্র সিংহ।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

একটুও শরীরচর্চার সময় পান না? জেনে নিন রাতে হাঁটার একাধিক উপকারিতা

গুলিতে দুই জওয়ান আহত হয়েছেন। আহত দুই কনস্টেবল হলেন চোরাজিৎ এবং রোহিকানা। এরা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। তাঁদের এক জনের পেটে এবং অন্য জনের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক ভাবে তাঁদের চিকিৎসার জন্য পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তাঁদের জামনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোরবন্দরে প্রথম পর্যায়ের ভোট হবে ১ ডিসেম্বর। পরবর্তী পর্যায়ের ভোট ৫ ডিসেম্বর। ভোটের ফলাফল জানা যাবে ডিসেম্বরের ৮ তারিখ।

Skip to content