ছবি প্রতীকী
ঘন কুয়াশায় জেরে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। এর মধ্যে কলকাতা স্টেশন থেকেই সব চেয়ে বেশি ট্রেন বাতিল হয়েছে। এমনটা জানিয়েছে পূর্ব রেল। আবার অনেক ট্রেনের ট্রিপ কমানো হয়েছে। রেলের এই সিদ্ধান্তের জেরে যাঁরা দেহরাদূন, হরিদ্বার, অজমের, অমৃতসর প্রভৃতি জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা বেশ সমস্যায় পড়েছেন।
রেলের বক্তব্য, উত্তর এবং উত্তর-পূর্ব ভারতে তীব্র কুয়াশার জন্য ট্রেন ধীর গতিতে চলছে। ফলে বিভিন্ন জায়গায় বহু ট্রেন বেশ দেরিতে চলছে। এই সব ট্রেন চালালে দেরির পরিমাণ আরও অনেকটা বাড়ে যাবে। তাই কিছু ট্রেন বাতিল করে তুলনায় গুরুত্বপূর্ণ ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
অত্যন্ত সঙ্কটজনক ঐন্দ্রিলা, গভীর রাতে পর পর ১০ বার হৃদ্রোগে আক্রান্ত! উদ্বিগ্ন চিকিৎসকরা
অভিনেত্রী ও সঞ্চালক তবস্সুম প্রয়াত, হৃদ্রোগই মৃত্যু তাঁর
পূর্ব রেল সূত্রের খবর, বাতিল হওয়া কয়েকটি ট্রেনের মধ্যে রয়েছে কলকাতা-অমৃতসর, কামাখ্যা-গয়া সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-দেহরাদূন, কলকাতা-ঝাঁসি, কাঠগোদাম-হাওড়া-সহ মোট আটটি ট্রেন। কলকাতা-আগরা ক্যান্টনমেন্ট, হাওড়া-মথুরা এক্সপ্রেসের মতো ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। শিয়ালদহ-অজমের এক্সপ্রেসের ট্রিপের সংখ্যা কমানো হয়েছে।
আরও পড়ুন:
মেন উইল বি মেন…
বাইরে দূরে: অযোধ্যা—প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১
আগামী ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাওড়া-মথুরা এক্সপ্রেস ১৩টি ট্রিপে আগরা থেকে মথুরার মধ্যে চলবে না। ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা-আগরা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ১২টি ট্রিপে মথুরা এবং আগরার মধ্যে চলবে না। প্রতি সপ্তাহে সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবিবার হাওড়া-দেহরাদূন কুম্ভ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ভাবে চলবে। এদিকে রেল সূত্রে এও জানা গিয়েছে, আগামী কয়েক ট্রেন বাতিলের সংখ্যা আরও বাড়তে।