যোগী রাজ্যে একই পরিবারের পাঁচ সদস্য খুনের ঘটনায় রবিবার প্রয়াগরাজে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই কমিটির প্রতিনিধি দল হিসাবে সেখানে যাবেন মমতাবালা ঠাকুর, দোলা সেন সহ আরও পাঁচ সদস্য। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। তারপর পরিস্থিতির উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করবে এই প্রতিনিধি দল। সেই রিপোর্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন তাঁরা।
উল্লেখ্য, শনিবারই দু’বছরের এক শিশু সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন করে একদল দুষ্কৃতি। এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেবরাজপুরে। পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতির দল একই পরিবারের দুই দম্পতি, তাঁদের মেয়ে, পূত্রবধূ ও নাতনিকে খুন করেছে। মৃতদের নাম রামকুমার যাদব, বয়স ৫৫ বছর। তাঁর স্ত্রী কুসুম দেবী, বয়স ৫২ বছর, মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)।
হত্যাকারী ওই দুষ্কৃতিদের খুঁজে বার করতে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করতে গঠন করা হয়েছে সাতটি কমিটিও। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিরা কোনও ধারালো অস্ত্র দিয়েই নৃশংস ভাবে খুন করেছে ওই পরিবারের পাঁচ জনকে। কিন্তু কেন তাঁদের খুন করা হল, আর কারাই বা খুন করল সেই উত্তর খুঁজতে তৎপর পুলিশ।
উল্লেখ্য, শনিবারই দু’বছরের এক শিশু সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন করে একদল দুষ্কৃতি। এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেবরাজপুরে। পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতির দল একই পরিবারের দুই দম্পতি, তাঁদের মেয়ে, পূত্রবধূ ও নাতনিকে খুন করেছে। মৃতদের নাম রামকুমার যাদব, বয়স ৫৫ বছর। তাঁর স্ত্রী কুসুম দেবী, বয়স ৫২ বছর, মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)।
হত্যাকারী ওই দুষ্কৃতিদের খুঁজে বার করতে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করতে গঠন করা হয়েছে সাতটি কমিটিও। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিরা কোনও ধারালো অস্ত্র দিয়েই নৃশংস ভাবে খুন করেছে ওই পরিবারের পাঁচ জনকে। কিন্তু কেন তাঁদের খুন করা হল, আর কারাই বা খুন করল সেই উত্তর খুঁজতে তৎপর পুলিশ।