রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ভাস্কর। ছবি: সংগৃহীত।

ইচ্ছা থাকলেও পড়াশোনা করতে পারেন না এমন মানুষের সংখ্যা অনেক। বহু ক্ষেত্রেই পড়াশোনার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় পারিবার ও আর্থিক ক্ষমতা। সমস্যা হল এক বার পড়াশোনা ছেড়ে রোজগারের মুখ দেখলে তার আর নতুন করে পড়াশোনা শুরু করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ সারা দিন পরিশ্রমের পর বাড়ি ফিরে পড়াশোনা করতে বসাও খুব সহজ ব্যাপার নয়। যদি এক্ষেত্রে উদাহরণ তৈরি করেছেন বেঙ্গালুরুর অটোচালক ভাস্কর।
ভাস্কর ১৯৮৫ সালে এক প্রকার বাধ্য হয়েই পড়াশোনা ছেড়েছিলেন। তখন তিনি দশম শ্রেণির ছাত্র। কিন্তু এ নিয়ে তাঁর মনে আক্ষেপ থেকেই গিয়েছিল। অবশেষে সাফল্য আসে ৩৮ বছর পর। ৩৮ বছর পর মাধ্যমিক পরীক্ষায় বসে সেই আক্ষেপ ঘোচালেন ওই অটোচালক। সমাজমধ্যম প্রভাবী নিধি আগরওয়াল ওই অদম্য ছাত্রের ঘটনাটি দেশের সামনে প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-৫: সফল হোগি তেরি আরাধনা

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? কোন কোন যোগাসন হতে পারে সেরা অস্ত্র

নিধি তাঁর সমাজমাধ্যমের পাতায় ভাস্করের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। ভাস্কর দুই সন্তানের বাবা। তাঁর ছবি তুলে পোস্ট করেন নিধি লেখেছেন, “৩৮ বছর পর ফের নতুন করে পড়াশোনা শুরু করা সহজ কথা নয়। সম্প্রতি ভাস্কর দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় বসেছিলেন তিনি। যাঁরা মনে করেন এই বয়সে নতুন করে পড়াশোনা শুরু করা কার্যত অসম্ভব ব্যাপার, তাঁদের জীবনে ভাস্কর অনুপ্রেরণা হয়ে উঠতেই পারেন।’’

Skip to content