শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সোমবার সন্ধ্যায় এক মহিলাকে মোবাইল টাওয়ারে উঠে চিৎকার করে বলতে শোনা যায়, স্বামী যদি সন্তানকে তাঁর হাতে তুলে না দেন, তাহলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। ওই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এবং উদ্ধারকারী দল হাজির হয়ে যায়। মহিলাকে বারবার নেমে আসার জন্য অনুরোধ করা সত্ত্বেওে তিনি নামতে রাজি হয়নি। ঘটনাটি ঘটেছে কেরলের আলাপুঝায়। এদিকে, মহিলা টাওয়ারের যে জায়গায় চড়ে বসেছিলেন, তার ঠিক হাতখানেকের মধ্যেই বোলতার একটা চাক ছিল। হঠাৎই বোলতার একটি ঝাঁক ঘিরে ধরে মহিলাকে।
পরিস্থিতি জটিল বুঝে, প্রাণ বাঁচাতে পরিত্রাহী চিৎকার করতে শুরু করেন মহিলা। আত্মহত্যা ভুলে হুড়মুড়িয়ে টাওয়ার থেকে নীচে নামতে থাকেন। তাঁর সঙ্গে বোলতার ঝাঁককেও নেমে আসতে দেখা যায়। বেশ কিছুটা উপর থেকেই মহিলা লাফ মারেন। পরিস্থিতি দ্রুত বদলে যায়৷ যে মহিলা আত্মহত্যা করার জন্য মোবাইল টাওয়ারে উঠে ঝাঁপ দিতে চেয়েছিলেন, তিনিই আবার প্রাণ বাঁচাতে মোবাইল টাওয়ার থেকে ঝাঁপ দিলেন৷ উদ্ধারকারীরা নীচে জাল ধরেই দাঁড়িয়েছিলেন। মহিলা এসে পড়েন ওই জালের উপর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

Skip to content