রবিবার ৬ অক্টোবর, ২০২৪


প্রয়াত মন্ত্রী নবকিশোর দাস।

মারা গেলেন পুলিশের গুলিতে আগত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। রবিবার ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
রবিবার দুপুর ১টা নাগাদ ঘটে এই ঘটনা। স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাচাকাছি এক পুলিশকর্মী ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। অভিযোগ, ওড়িশার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নবকিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। নবকিশোরের বুকে পর পর দু’বার গুলি করা হয়। গুলি লাগার পরে তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন:

প্রতিদিন প্রাতরাশে একটি করে কলা খান? এতে শরীরের উপকার হচ্ছে কি?

তড়িঘড়ি ঝাড়সুগুড়া বিমানবন্দর থেকে বিমানে করে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে। ওই হাসপাতাল রবিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে জানায়, ‘‘স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া হয়। তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচার করা। সেই সঙ্গে মন্ত্রীকে আপৎকালীন আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও শেষপর্যন্ত কোনও চেষ্টাই কাজে লাগেনি।’’
আরও পড়ুন:

হৃষ্টপুষ্ট সন্তান চাই? শীতকালে অন্তঃসত্ত্বা মায়েরা অবশ্যই এই ৫টি খাবার ডায়েটে রাখুন?

নবকিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, ‘‘নবকিশোরের মৃত্যুতে প্রশাসনের বড় ক্ষতি হল। তিনি শুধু সরকারের নয়, দলেরও সম্পদ ছিলেন। জনকল্যাণে স্বাস্থ্য দফতরের হয়ে তিনি অনেক পদক্ষেপ করেছিলেন। এতে উপকৃত হয়েছিলেন রাজ্যের মানুষ।’’
ওড়িশার মুখ্যমন্ত্রী নবকিশোরের মৃত্যুর ঘটনায় রাজ্যের অপরাধ দমন শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Skip to content