বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছব: প্রতীকী।

শিক্ষিকারা আর জিনস, টি-শার্ট এবং লেগিংস পরে আসা যাতে পারবেন না। অসম সরকার সরকারি স্কুলের শিক্ষিকাদের জন্য এমনই ‘ড্রেস কোড’ চালু করল। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, সরকার তাঁদের বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ করবে।
শনিবার অসম শিক্ষা দফতর এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, শিক্ষিকারা ক্যাজুয়াল পোশাক, পার্টি পোশাক, জিনস, টি-শার্ট এবং লেগিংস পরে স্কুলে আসতে পারবেন না। এর বদলে রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরে তাঁদের স্কুলে আসতে হবে।
আরও পড়ুন:

পূর্ব ভারতের প্রথম ‘ভারত গৌরব’ ট্রেন ছাড়ল কলকাতা স্টেশন থেকে,

বিয়ের আগেই অন্তঃসত্ত্বার খবর শুনেই নেহাকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন বাবা-মা!

নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও কোনও শিক্ষিকা নিজের পছন্দ মতো পোশাক পরে কর্মস্থলে আসছেন। এটি তাঁদের প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। এখন থেকে নির্দেশিকা মেনে চলতেই হবে। কারণ অনেক সময় ওই ধরনের পোশাক জনসমক্ষে গ্রহণযোগ্য নয়। সমাজে শিক্ষকরা শ্রদ্ধার মানুষ। সে কারণে আশা করা জাচ্ছে তাঁরা রুচিসম্মত পোশাক পরেই স্কুলে আসবেন।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না

কয়েক লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগ্‌ল! আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত তো?

শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়, শুধু রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরাই নয়, তার রঙের দিকটাও খেয়াল রাখতে হবে। ঝলমলে রঙের পোশাক না হওয়াই ভালো। সেই সঙ্গে সতর্ক করে বলা দিয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে। সংবাদমাধ্যমকে অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু বলেন, “সরকার স্কুলের নিয়মে কিছু পরিবর্তনের চেষ্টা করছে। স্কুল পরিচালনা, ক্লাস নেওয়া পদ্ধতি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে শিক্ষিকাদেরও পোশাকের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।” তাঁর কথায়, “স্কুলে পড়ুয়াদের ইউনিফর্ম থাকলে শিক্ষকদেরও ড্রেস কোড থাকা উচিত।”

Skip to content