শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

নবম শ্রেণির পরীক্ষা চলাকালীন হঠাৎ করে পরীক্ষকের নজর যায় এক ছাত্রীর দিকে। পরীক্ষক সন্দেহ প্রকাশ করেন যে, ওই ছাত্রী পরীক্ষায় নকল করছে। এর পরই অভিযোগ উঠেছে, শুক্রবার টুকলি আছে কি না তা দেখতে ওই ছাত্রীকে পোশাক খুলতে বলেন শিক্ষক। অপমানে নবম ওই পড়ুয়া বাড়ি ফিরে গায়ে আগুন দেয় আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি স্কুলে। গুরুত্বর অবস্থায় তার চিকিৎসা চলছে হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকল করছে এই সন্দেহে শিক্ষক নবম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে পাঠান। ছাত্রীকে একটি ঘরে ইউনিফর্ম খুলতে বলেন শিক্ষক। ওই পড়ুয়ার কাছ থেকে আদৌ কোনও টুকলি পাওয়া গিয়েছে কি না তা জানা যায়নি। এর পর বাড়ি ফিরে গায়ে আগুন দেয় ওই ছাত্রী। তাঁকে কোনওরকম উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

কান খোঁচানোর অভ্যাস ত্যাগ করুন আজই, এতে ক্ষতি হতে পারে মস্তিষ্কেরও!

ইংলিশ টিংলিশ: Preposition-এর মূল নিয়মগুলো জানো কি?

পুলিশকে ওই পড়ুয়া জানিয়েছে, শিক্ষককে ও জানিয়েছিল সে কোনও নকল করেনি। কিন্তু শিক্ষক তার কাথা শোনেননি। তাকে উলটে ইউনিফর্ম খুলতে বাধ্য করা হয়। পড়ুয়ার অভিযোগ, বাধা দিলেও কথা শোনেননি শিক্ষক। ছাত্রীর মা জানিয়েছে, তাঁর মেয়ে অপমানে স্কুল থেকে বাড়ি ফিরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

Skip to content