ছবি প্রতীকী
করোনার সময়ে চালু হওয়া ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ বাড়িতে বসেই কর্মীরা অফিসের কাজ করতেন। এতে সংক্রমণের ছড়িয়ে পড়া যেমন আটকানো যেত, তেমনই কাজও এগতো ভালোভাবে। কিন্তু করোনার দাপট একটু কমতেই টিসিএস, ইনফোসিসের মতো দেশের একাধিক তথ্যপ্রযুক্তি বহুজাতিক সংস্থাগুলি আবার কর্মীদের অফিসে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
দেশে আবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রায় প্রতি দিনই নিয়ম করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। দেশের একাধিক তথ্যপ্রযুক্তি বহুজাতিক কর্মীদের আবার বাড়িতে বসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বেশির ভাগ সংস্থাতেই এত দিন হাইব্রিড পদ্ধতিতে কাজ করতে হতো। এর অর্থ হল, সপ্তাহে কয়েক দিন অফিসে যেতে হতো কর্মীদের। বাকি দিনগুলোতে বাড়ি থেকে কাজ সারতে হতো।
করোনার দাপট একটু কমতেই আমেরিকার তথ্যপ্রযুক্তি ‘সিনপসিস’-এর নয়ডার কার্যালয়ে কর্মীদের ফেরানোর নির্দেশ জারি করেছিল। সম্প্রতি সেখানেই আবার কর্মীদের বাড়িতে বসে কাজে উৎসাহ দেওয়া হয়েছে। টিসিএস বা ইনফোসিসের মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি বহুজাতিক ইতিমধ্যেই হাইব্রিড মডেলকেই দীর্ঘমেয়াদি হিসেবে গ্রহণ করেছে।
সূত্রের খবর, সংস্থাগুলো মাত্র পাঁচ শতাংশ কর্মীকে অফিসে নিয়ে আসচ্ছে। অফিসে আসা কর্মীদের বেশিরভাগই সংস্থার উচ্চপদস্থ কর্মী। সব মিলিয়ে করোনার দাপট আবার বাড়তেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো কর্মীদের বাড়িতে বসে কাজ করায় উৎসাহ দিতে শুরু করেছে।
দেশে আবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রায় প্রতি দিনই নিয়ম করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। দেশের একাধিক তথ্যপ্রযুক্তি বহুজাতিক কর্মীদের আবার বাড়িতে বসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বেশির ভাগ সংস্থাতেই এত দিন হাইব্রিড পদ্ধতিতে কাজ করতে হতো। এর অর্থ হল, সপ্তাহে কয়েক দিন অফিসে যেতে হতো কর্মীদের। বাকি দিনগুলোতে বাড়ি থেকে কাজ সারতে হতো।
করোনার দাপট একটু কমতেই আমেরিকার তথ্যপ্রযুক্তি ‘সিনপসিস’-এর নয়ডার কার্যালয়ে কর্মীদের ফেরানোর নির্দেশ জারি করেছিল। সম্প্রতি সেখানেই আবার কর্মীদের বাড়িতে বসে কাজে উৎসাহ দেওয়া হয়েছে। টিসিএস বা ইনফোসিসের মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি বহুজাতিক ইতিমধ্যেই হাইব্রিড মডেলকেই দীর্ঘমেয়াদি হিসেবে গ্রহণ করেছে।
সূত্রের খবর, সংস্থাগুলো মাত্র পাঁচ শতাংশ কর্মীকে অফিসে নিয়ে আসচ্ছে। অফিসে আসা কর্মীদের বেশিরভাগই সংস্থার উচ্চপদস্থ কর্মী। সব মিলিয়ে করোনার দাপট আবার বাড়তেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো কর্মীদের বাড়িতে বসে কাজ করায় উৎসাহ দিতে শুরু করেছে।