মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

জামশেদপুরে টাটার ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। জানা গিয়েছে, শনিবার বেলা ১০টা নাগাদ আগুন লাগে। তীব্র বিস্ফোরণের পর কোক প্ল্যান্টে আগুন লাগে তা নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৩ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের টাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত প্রাণহানি কোনও খবর পাওয়া যায়নি। স্বস্তির খবর, যে কোক প্ল্যান্টটিতে বিস্ফোরণ হয়েছে সেটি বন্ধ ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। দমকল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সুত্রের খবর।


Skip to content