শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


একটি দুটি নয়, অন্তত ৪৮টি গাড়িতে ধাক্কা মারল ট্যাঙ্কার। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পুণের নাভালে ব্রিজ এলাকায়। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই দুর্ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কারের ব্রেক ফেল করার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, অ্যাম্বুল্যান্স এবং দমকল বাহিনী। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে দমকলের এক আধিকারিক বলেন, ”আচমকা ব্রেক ফেল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। ট্যাঙ্কারটি পর পর ৪৮টি গাড়িতে ধাক্কা মারে। তিনি এও বলেন, ‘‘বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঠিক কত আহত হয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী পৌঁছেছে।’’

Skip to content