সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে বলল। এমনকি, সারা দেশে যে অশান্তি চলছে তার জন্য নূপুরকে দায়ী করেছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, বিতর্কসভাটি দেখেছি। সেখানে নূপুর শর্মা যে ভাবে কথাগুলি বলেছেন তাও দেখেছি। এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া।
দেশের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের হয়েছে সেগুলিকে দিল্লিতে স্থানান্তর করার আর্জি জানিয়ে নূপুর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এ প্রসঙ্গে নূপুরের আইনজীবী জানান, নূপুর শর্মাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। আইনজীবী বক্তব্য শুনে বিচারপতি বলেন, নূপুর নিজে হুমকির মুখে পড়ছেন, না কি নিরাপত্তার জন্য তিনিই আসলে হুমকি হয়ে উঠেছেন। তিনিই অশান্তির পরবেশ তৈরি করেছেন। আজ সারা দেশে যা চলছে, এর জন্য নূপুর শর্মাই দায়ী। সুপ্রিম কোর্টে নূপুরের আর্জিও খারিজ হয়ে গিয়েছে। সেই সঙ্গে দিল্লি পুলিশকে ভর্ৎসনাও করেছে শীর্ষ আদালত।

Skip to content