শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


বিজয় মাল্য।

ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে সাজা ঘোষণা করল শীর্ষ আদালত। তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে এই পলাতক ব্যবসায়ীর সাজা হয়েছে। সুপ্রিম কোর্ট মাল্যকে দু’হাজর টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সময়মতো জরিমানা না দিলে বিজয় মাল্যেকে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
শীর্ষ আদালত জানায়, মাল্য নির্দেশ না মেনে প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা সন্তানদের পাঠিয়েছেন। প্রায় ৬,২০০ কোটির টাকা ব্যাঙ্ক ঋণ পরিশোধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা একাধিক বার অমান্য করেও অনুশোচনা নেই এই পলাতক ব্যবসায়ীর। সে কারণেই সুপ্রিম কোর্ট এই সাজা ঘোষণা করে।


Skip to content