মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

এখন থেকে দেশের কোনও নাগরিকদের করোনা ভাইরাসের টিকা নিতে জোর করা যাবে না। সোমবার এমনই রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। যদিও শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তের টিকা নীতি অযৌক্তিক নয় বলেও জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে নাগরিকদের করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে একটি পিটিশনে জমা পড়েছিল। তারই শুনানিতে আজ সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। এমনকী, টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়ে পড়লে সেই তথ্য গুরুত্ব দিয়ে নথিভুক্ত করতে হবে। শুধু তাই নয়, এই তথ্য আমজনতার সামনেও আনতে হবে। এই জরুরি তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনওরকম আপোষ করা চলবে না বলেও শীর্ষ আদালত জানিয়েছে।

Skip to content