সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কিছুদিন ধরে। এখন কোভিড-পরবর্তী কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, গত ১২ জুন কংগ্রেস সভানেত্রীকে ভর্তি করা হয়েছে গঙ্গারাম হাসপাতালে। কোভিড সংক্রমিত হওয়ার কারণে তাঁর নাক দিয়ে অনেক রক্তপাত হয়। এ নিয়ে চিকিৎসাও শুরু হয়েছে তাঁর। তবে নাক দিয়ে রক্তপাত ছাড়াও তাঁর শ্বাসযন্ত্রের নিম্নাংশ ছত্রাকে সংক্রমিত হয়েছে। সভানেত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জয়রাম রমেশ জানিয়েছেন।

Skip to content