শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি: সংগৃহীত।

আরিয়ান খান মাদককাণ্ড এখনও চর্চায় রয়েছে। তবে শুধু আরিয়ান নন, ওই মামলার তৎকালীন তদন্তকারী আধিকারিক, প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েও চর্চার কেন্দ্রে। শাহরুখ খানের কাছ থেকে সমীর ঘুষ চেয়েছিলেন এমন অভিযোগ এনে সিবিআই মামলা দায়ের করেছিল। সেই সময় প্রাক্তন এনসিবি কর্তা সমীর আত্মপক্ষ সমর্থনে শাহরুখ খানের সঙ্গে নিজের কথোপকথনের তথ্য প্রকাশ এনেছিলেন।
শাহরুখের সঙ্গে যখন সেই তাঁর কথোপকথন হয়েছিল, তখন আরিয়ান হেফাজতে ছিলেন এমনই দাবি করেন এই প্রাক্তন এনসিবি কর্তা। সমীর এই তথ্য প্রকাশের পর বিস্তর জলঘলা হয়েছিল। এখন সেই ওয়াংখেড়ে নিজেরই এনসিবির রোষের মুখেও পড়েন।

সূত্রের খবর, শাহরুখ ও আরিয়ানকে নাকি ওই মামলাতে ডাকা হতে পারে। শাহরুখ ও আরিয়ানকে জবানবন্দি রেকর্ডের জন্য ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। ২০২১ সালে কর্ডেলিয়া প্রমোদতরীতে মাদক পাচারের খবর পেয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আচমকা অভিযান চালায়। মাদক পাচারের অভিযোগে ধরা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। এই অভিযানের অন্যতম সদস্য ছিলেন প্রাক্তন এনসিবি কর্তা ওয়াংখেড়ে।
আরও পড়ুন:

আমূল কন্যার চোখে জল, প্রয়াত হয়েছেন স্রষ্টা সিলভেস্টার দকুনহা

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

সম্প্রতি বিশেষ তদন্তকারী দলই ওয়াংখেড়ের বিরুদ্ধে সরব হয়েছে। এনসিবির এক আধিকারিকের কথায়, তদন্ত চলাকালীন শাহরুখের সঙ্গে কথোপকথনের কথা সমীর তাঁর দলকেই জানাননি। অভিযুক্তের পরিবার-পরিজনের তদন্ত চলাকালীন সঙ্গে যোগাযোগ রাখা নিয়মবিরুদ্ধ। এনসিবি আধিরকারিকের দাবি, কথোপকথন বিষয়ে তদন্তকারী দলকে না জানানো গুরুতর নিয়মভঙ্গের মধ্যে পড়ে। এ নিয়ে সমীরকে আবারও প্রশ্নের মুখে পড়তে হতে পারে হবে ইঙ্গিত দেন এনসিবির ওই আধিকারিক।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৬: বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহনির্মাণের জন্য উত্তম জমি বাছাইয়ের ক্ষেত্র দিক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ

মধ্যমানের ভিএফএক্স আর সবাইকে সন্তুষ্ট করতে যাওয়াই কাল হল আদিপুরুষের

শাহরুখের সঙ্গে কথোপকথনের দাবি করলেও যে ফোন কথোপকথন চলত, সেটিও প্রাক্তন এনসিবি কর্তা সমীর আদালতে জমা দেননি। ওয়াংখেড়ের বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছে, এই মামলার তদন্তের দায়িত্ব যে আধিকারিককে দেওয়া হয়, তাঁকেও নাকি বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

Skip to content