রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


শাহ ফয়জল

রাজনীতিতে ইতি। এবার আমলার চাকরিতেই ফিরলেন কাশ্মীরের শাহ ফয়জল। রাজনীতিতে যোগ দেবেন বলে বছর দেড়েক আগে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার শাহ ফয়জলকে পর্যটন মন্ত্রকের উপসচিবের পদে নিয়োগ করেছে।
শাহ ফয়জল গত এপ্রিল মাসে চাকরির ইস্তফা প্রত্যাহারের আবেদন করেন। কেন্দ্র তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে। সেই মতো তাঁকে আমলা পদে বহাল করেছে কেন্দ্র সরকার। নির্দিষ্ট সময়ের দু’ দিন আগে ডিপার্টমেন্ট অব পারসোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উপসচিবের পদে কাশ্মীরের শাহ ফয়জলকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে।
উল্লেখ্য, শাহ ফয়জল ২০১০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। জম্মু ও কাশ্মীর থেকে এর আগে ইউপিএসসি পরীক্ষায় কেউ প্রথম হননি। ২০১৯ সালের জানুয়ারিতে চাকরি ছেড়ে তিনি জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট (জেকেপিএম) নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন। তবে তিনি চাকরি থেকে ইস্তফা দিলেও কেন্দ্র তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করেনি।
গত ২৭ এপ্রিল শাহ ফয়জল একটি টুইট করেন। সেই টুইটারে তিনি লেখেন, ‘২০১৯ সালের জানুয়ারি থেকে অগস্ট এই আট মাসে নিজের ওপর এত বোঝা চেপেছে যে, এক প্রকার শেষ হয়ে গিয়েছিলাম। মিথ্যে কল্পনার পিছনে ছুটে এত দিন যা পেয়েছিলাম, সবই হারিয়েছি। চাকরি, বন্ধু, খ্যাতি, সুনাম। কিন্তু কখনও আশা হারাইনি।’

Skip to content