শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


টলি অভিনেত্রী মধুমিতা সরকার এবং অসমিয়া অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুনীতা কৌশিক।

পয়লা বৈশাখ এবং বোহাগ বিহু উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লঞ্চ করল আকর্ষণীয় অফার। পাশাপাশি সংস্থাটি তাদের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে টলি অভিনেত্রী মধুমিতা সরকার এবং অসমিয়া অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুনীতা কৌশিক-এর নাম ঘোষণা করেছে। ক্রেতাদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে এবং পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সংস্থার জনপ্রিয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এই সিদ্ধান্ত। এছাড়াও বলি তারকা কিয়ারা আদবানি ২০২১-এর অক্টোবর মাস থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিজাইন ও মার্কেটিং বিভাগের ডিরেক্টর প্রধান জয়িতা সেন বললেন, ‘পাঁচ দশকের বেশি সময় ধরে পূর্ব ভারতে আমাদের এই গয়নার ব্যবসা। তাই পশ্চিমবঙ্গ ও অসম-এর জন্য আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অভিনেত্রী মধুমিতা সরকার এবং সুনীতা কৌশিককে পেয়ে আমরা আনন্দিত।’ অভিনেত্রী মধুমিতা সরকার বললেন, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর যুক্ত হতে পেরে আমি ভীষণ খুশি’। ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সম্ভার আমার নিজের খুব পছন্দ। তাই এরকম একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে আমি স্মমানিত, জানালেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুনীতা কৌশিক।
সেনকো-তে রয়েছে বৈচিত্র্যময় গয়নার সম্ভার। সোনা, হীরে, প্ল্যাটিনাম, স্টাডেড সব ধরনের গর্জিয়াস গয়নার কালেকশন রয়েছে এদের। নববর্ষ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এসেছে বর্ষবরণ ও বোহাগ বিহু অফার। সংস্থার ১২৭টি শোরুমে অনলাইন ও অফলাইন দু’ভাবে গয়না কেনাকাটি করা যাবে। অফার চলবে আগামী ৮ মে পর্যন্ত। অফারে সোনার গয়না কিনলে প্রতি গ্রামে ২২৫ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মজুরিতে সরাসরি ৫০% ছাড়ের সঙ্গে হীরের গয়না কিনলে বিনামূল্যে সোনা মিলবে। ২০ শতাংশ ছাড় দিচ্ছে প্ল্যাটিনাম গয়নার মজুরিতে। ১৫ শতাংশ ছাড় থাকছে মজুরি বা খুচরোর মূল্যের ওপর। এছাড়াও
গ্রহরত্নের ক্ষেত্রে পাথরের দামে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়।

Skip to content