রবিবার ১০ নভেম্বর, ২০২৪


উদ্ধার কাজে নেমেছেন স্থানীয়রা

আন্ডারপাসে জমা জলে অর্ধেক ডুবে আছে একটি বেসরকারি স্কুল বাস! সেখান থেকেই ভেসে আসছিল শিশুদের চিৎকার। এই ভয়ানক দৃশ্যটি তেলঙ্গানার মেহবুবনগরে মাচানপল্লি এবং কোদুরের মাঝে এক রেলসেতুর আন্ডারপাসে। ওই আন্ডারপাস দিয়ে যেতে গিয়েই আটকে যায় বেসরকারি স্কুলের বাসটি। বাসে ২৫ জন পড়ুয়া ছিল।
প্রথমে বাসটি যখন আটকে যায় তখন সেখানে খুব বেশি জল ছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জলস্তর বাড়তে থাকে। এক সময় বাসের মধ্যে হুহু করে জল ঢুকতে থাকে। এই দৃশ্য দেখে বাসের চালক স্থানীয়দের কাছে সাহায্যের জন্য ছুটে যান। স্থানীয়রা গলাসমান জলে নেমে শিশুদের উদ্ধার করেন। স্থানীয়দের কথায়, ওই বাসের চালকের জন্যই শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে। না হলে বড় কোনও ক্ষতি হতে পারত।


Skip to content