ফের নোট বাতিল! এ বার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার আরবিআই এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। ২ হাজার টাকার নোট আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে নরেন্দ্র মোদীর সরকার ২০১৬ সালে নোট বাতিল করেছিল। প্রথম বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তে সারা দেশ হইচই পড়ে গিয়েছিল। আমনতা এই সিদ্ধান্তে বিপাকে পড়েছিলেন। সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতিও। আবার ২০১৬ সালে পরে ২০২৩ সালে ৭ বছরের মাথায় ফের ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন:
স্নানপোশাকেই মেতে উঠলেন নাচে! কোন সাফল্য উদ্যাপনে মশগুল সালমা হায়েক?
দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর
আরবিআই জানিয়েছে, গত বার ২০১৬ সালে নোট বাতিলের সময় বাতিল করা হয়েছিল ৫০০ এবং ১ হাজার টাকার নোট। তখন নোটের ঘাটতি পূরনের জন্য ২ হাজার টাকার নোট নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে অন্য সব নোটের জোগান ঠিকঠাক রয়েছে। সে কারণে ২ হাজার টাকার নোট ২০১৮-১৯ সালে ছাপানো বন্ধ করে দেওয়া হয়।