শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নীরা রাডিয়া এবং রতন টাটা।

বিতর্কিত কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার অডিয়ো টেপ ফাঁস নিয়ে রতন টাটার আবেদনের শুনানি করবে শীর্ষ আদালত। রাডিয়ার অডিয়ো টেপ ফাঁস নিয়ে রতন টাটার আবেদনের শুনানি হবে আট বছর পর। এই মামলায় টাটা দাবি করেন, এই অডিয়ো টেপ ফাঁসের জন্য তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে। অডিয়ো টেপ ফাঁস নিয়ে রতন টাটা ২০১১ সালে শুনানির আবেদন জানান। ২০১৪ সালে শীর্ষ আদালতে শেষ বার মামলাটি উঠে ছিল।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

নীরার সরকারি আধিকারিক, শিল্পপতি, সাংবাদিকদের সঙ্গে টেলিফোনে কথোপকথন রেকর্ড করা হয়েছিল। ২০১২-এর অগস্টে রতন টাটা সুপ্রিম কোর্টে সরকারের পেশ করা রিপোর্টের প্রতিলিপি চেয়েছিলেন। সেখানে উল্লেখ করা হয় কী ভাবে সেই অডিয়ো ফাঁস করা হয়। রতন টাটার সঙ্গে নীরার কথোপকথন সে সময় শোরগোল পড়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রতন। তিনি শীর্ষ আদালতে আবেদনে জানান, এই অডিয়ো ফাঁস করে তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘিত করা হয়েছে।

Skip to content