শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত হিন্দি ছবি ‘ওহ মাই গড’-এর কথা মনে আছে? সেই ছবিতে প্রাকৃতিক বিপর্যয় ঘটানোর জন্য দেবদেবীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। এবার বাস্তবেও এরকম একটি ঘটনা ঘটেছে।
রেলের জমির উপর হনুমানের মন্দির তৈরি হয়েছে। জমি জবরদখলের অভিযোগে এ বার রামভক্ত হনুমানের কাছেই নোটিস পাঠিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনাটি মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘বজরংবলী’র উদ্দেশে ওই নোটিস পাঠিয়েছে রেল। যদিও পরে ভুল বুঝে ওই নোটিস প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন:

জয়নগরে অনুষ্ঠানের ভিড়ে ফাটল গ্যাস বেলুনের সিলিন্ডার, মৃত্যু ৪ জনের, আহত ১০

যত অশান্তি চিনি নিয়ে! তাহলে কি জীবনে থেকে মিষ্টিকে বাইবাই করে দিতে হবে?

রেল সূত্রে জানা গিয়েছে, ‘বজরংবলী’ সম্বোধন করে গত ৮ ফেব্রুয়ারি নোটিস জারি করা হয়। সেই নোটিসে সাত দিন সময় দেওয়া হয়। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সাত দিনের মধ্যে জবরদখল করা জমি থেকে সরে যেতে হবে। এই মর্মে রেলের পক্ষ থেকে ওই নোটিস হনুমানের মন্দিরে গিয়ে সেঁটে দেওয়া হয়। পরে ওই নোটিসের ছবি ভাইরাল হয়ে যায়। শুরু হয় হইচই। এর পরে রেল ভ্রম সংশোধন করে ওই মন্দিরের পুরোহিত হরিশঙ্কর শর্মার নামে নতুন নোটিস জারি করে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫১: বিয়েশাদির ঠাকুরবাড়ি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪২: সুন্দরবনের কিছু মূল্যবান মাছ যেগুলো আজ লুপ্তপ্রায়

ঝাঁসি রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক (পিআরও) মনোজ মাথুর জানান, ‘‘নোটিসটি ভুল করে পাঠানো হয়েছিল। ভ্রম সংশোধন করে এখন মন্দিরের পুরোহিতকে নোটিস পাঠানো হয়েছে।’’ তিনি এও বলেন, শেওপুর-গোয়ালিয়র ব্রড-গেজ লাইন নির্মাণের জন্য মন্দির কাঠামো সরাতে হবে। তাই নোটিস জারি করা হয়েছে।

Skip to content