রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেন, বন্দে ভারত, সব এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোমের ভাড়া কমছে। রেল জানিয়েছে, সর্বাধিক ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া কমতে পারে। ট্রেন, বন্দে ভারত, সব এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোমের মতো ট্রেনগুলিতে কত সংখ্যক টিকিট বিক্রি হচ্ছে, তার উপর নির্ভর করে কমানো হবে ভাড়া। শনিবার ভারতীয় রেল এমনটাই জানিয়েছে।
গত এক মাসের মধ্যে যে সব ট্রেনের সংখ্যার ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেই সব ট্রেনের নতুন ভাড়া দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে রেল। তবে কোন কোন ট্রেনে কতটা ভাড়া কমবে, রেল বোর্ড সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিভিন্ন জোনের কর্তাদের উপরে ছেড়ে দিয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য পরিবহণ ব্যবস্থার ভাড়ার সঙ্গে তুলনামূল্য বিচার করে এই ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন:

লেডি গাগা বারণ করলেও কথা শোনেননি শাহরুখ, কী নিয়ে জোরাজুরি করছিলেন অভিনেতা? দেখুন সেই ভিডিয়ো

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

বিবৃতি দিয়ে রেলওয়ে বোর্ড জানিয়েছে, ‘‘এই ভাড়া প্রযোজ্য হবে অনুভূতি, এসি চেয়ার কার এবং ভিস্তাডোম কোচ-সহ সব এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনের ক্ষেত্রে। মূল ভাড়া সর্বাধিক ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ অন্য পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’

Skip to content