সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ক্ষতি হতে পারে মন্দিরের। তাই কেদারনাথের দেওয়াল সোনা দিয়ে বাঁধানোয় আপত্তি পুরোহিতদের একাংশের। কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনা দিয়ে মুড়ে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন সেখানকার পুরোহিতদের একাংশ। তাঁদের দাবি, এই কাজ করলে ক্ষতি হতে পারে এতদিনের ঐতিহাসিক মন্দিরের। যদিও অনেকেরই উল্টো মতও আছে।
কেদারনাথ মন্দিরের ভিতরের চারটি দেওয়ালই রুপো দিয়ে বাঁধানো। সেই রুপো খুলে সোনার পাত দিয়ে দেওয়াল মুড়ে দেওয়ার প্রস্তাব উঠেছে। তা নিয়েই শুরু হয়েছে তর্ক-বিতর্ক। জানা গিয়েছে, মহারাষ্ট্রের এক শিবভক্ত মন্দিরের দেওয়াল সোনা দিয়ে মুড়ে দেওয়ার প্রস্তাব দেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিকে। কমিটি সেই প্রস্তাব গ্রহণ করে। কিন্তু মন্দিরের ক্ষতি হতে পারে, এই দাবি তুলে বিরোধিতা করছেন মন্দিরের ‘তীর্থ’ পুরোহিতদের একটি অংশ। তাদের প্রতিনিধি সন্তোষ ত্রিবেদী বলেন, ‘‘সোনার পাত বসানোর ফলে মন্দিরের দেওয়ালের ক্ষতি হচ্ছে। এই কাজের জন্য বড় বড় ড্রিল মেশিন ব্যবহার করা হচ্ছে। আমরা এ ভাবে মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ক্ষুণ্ণ হতে দিতে পারি না।’’
যদিও দ্বিমত রয়েছে পুরোহিতদের মধ্যেই। অপর একটি অংশের পুরোহিতরা মন্দিরের মেরামতির কাজকে ভালো ভাবে গ্রহণ করছেন। দেওয়ালকে সোনার পাতে মোড়ার প্রস্তাবও সমর্থন করছেন তারা। মন্দিরের প্রবীণ পুরোহিত শ্রীনিবাস পোস্তি এবং মহেশ বাগওয়াডি জানিয়েছেন, এই মন্দির সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে সবচেয়ে শান্তির জায়গা। এবং হিন্দু ধর্মে সোনার একটি আলাদা জায়গা আছে। তাই দেওয়ালে সোনার পাত বসানোর কাজে কোন আপত্তি নেই তাঁদের।
আরও পড়ুন:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আস্থা থাকুক সস্তার সাধারণত খাবারেই

ডাক্তারের ডায়েরি, পর্ব-৩৫: শ্যুটিংয়ের মজার গল্প

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বলছেন, ‘‘সোনার পাত দিয়ে দেওয়াল মুড়ে দেওয়ার বিরোধিতার কোনও কারণ নেই। এতে মন্দিরের ঐতিহ্য নষ্ট হয়, এমন কোনও কাজ করা হচ্ছে না। মন্দিরের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ ভাবে সাম্নজস্য রেখেই করা হচ্ছে। মন্দিরের মূল কাঠামোয় কিন্তু হাত দেওয়া হচ্ছে না।’’ পাশাপাশি তিনি জানিয়েছেন, এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে সরকারও কাজ করার অনুমতি দিয়েছেন।

Skip to content