রবিবার ১০ নভেম্বর, ২০২৪


প্রথম রাউন্ডের গণনাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ভোটের ফলাফল কী হতে চলেছে। শেষ পর্যন্ত বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
তৃতীয় রাউন্ডের শেষেই দ্রৌপদী জয় পেয়ে যান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌‌হার থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ২১৬১, মোট ভোটমূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭। এদিকে, ১০৫৮টি ভোট পেয়েছেন যশবন্ত সিনহা। এই পর্যন্ত তাঁর মোট ভোটমূল্য ২ লক্ষ ৬১ হাজার ০৬২।
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মমতা টুইট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘দেশের প্রধান হিসেবে সংবিধানের চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে থাকবেন। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন নানা মতভেদে জর্জরিত সমাজ।’
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌‌হার পক্ষে এই এই লড়াই কঠিন। তাই, রাইসিনা হিলসে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর প্রবেশ কেবল সময়ের অপেক্ষা। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়ে গিয়েছে। ব্যালট পেপারে ভুল ভাবে দাগ দেওয়ার জন্য ১৫ জন সাংসদের ভোট বাতিল করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এও দেখা গিয়েছে, এনডিএ প্রার্থী দ্রৌপদীকে সমর্থন করেনি এমন বিরোধী দলের মোট ১৭ জন সাংসদের ভোট পেয়েছেন তিনি।


Skip to content