শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদীর মা হীরাবেন প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একশো বছর। মায়ের প্রয়াণের সংবাদ প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।
শুক্রবার প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘একটিসুন্দর শতাব্দী শেষে মা ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন। আমি সবসময় মায়ের মধ্যে ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা। একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই মা জীবন কাটিয়ে দিয়েছেন।’
প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদী অপর একটি টুইট করেন, সেই টুইটে তিনি লিখেছেন, ‘১০০তম জন্মদিনে মায়ের সঙ্গে যখন দেখা করেছিলাম, তখন মা আমাকে বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে। আর জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’
আরও পড়ুন:

পেলে আর নেই! বিশ্ব ফুটবলের প্রথম কিংবদন্তি প্রয়াত, বয়স হয়েছিল ৮২ বছর

‘পেলের আগে ফুটবল কেবল একটি খেলা ছিল, পেলেই ফুটবলকে শিল্প বানিয়ে দিয়েছিলেন…’, লিখলেন নেমার

গত মঙ্গলবার হঠাৎ হীরাবেনের শরীর খারাপ করে। তাঁকে তৎক্ষণাৎ আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর মা কী কারণে অসুস্থ ছিলেন, তা ওই হাসপাতাল জানায়নি। হীরাবেনে যে দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সে দিন মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হীরাবেন শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদী আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবল সম্রাট পেলে চিরনিদ্রায়, সদ্যোজয়ী তারকা ফুটবলার মেসি কী লিখলেন?

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর বাতিল হতে পারে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক-সহ কলকাতায় একগুচ্ছ কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর। কিন্তু শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ হয়েছে। সে কারণে প্রধানমন্ত্রী তাঁর কলকাতা সফর বাতিল করে আমদাবাদে পৌঁছে গিয়েছেন। শুক্রবার গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য হতে পারে বলেও জানা গিয়েছে।
এদিকে, বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসছেন না। যদিও পূর্বপরিকল্পনা মতো, কলকাতার সব কর্মসূচি শুরু হবে নির্দিষ্ট সময়ে। প্রধানমন্ত্রী কর্মসূচিগুলিতে ভার্চুয়ালি যোগ দিতে পারেন।

Skip to content