শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মহিলা যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। এ বার দূরপাল্লার ট্রেনে একা মহিলা যাত্রীদের জন্য কোচে আলাদা আসনের ব্যীবস্থা করবে রেল। রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দর্শনা জারদোশ শনিবার হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবা নিয়ে রেলের একাধিক ভাবনার কথা বলেন। তারই মধ্যে একটি হল, একা মহিলা যাত্রীদের জন্য রেলে এই বিশেষ পরিকল্পনা।
শনিবার দর্শনা জারদোশ হাওড়া স্টেশনে মহিলা আরপিএফ বাহিনির ‘মেরি সহেলি’র সদস্যদের সঙ্গেও কথা বলেন। ‘মেরি সহেলি’র সদস্যরা রাষ্ট্রমন্ত্রীকে দূরপাল্লার ট্রেনে একা যাত্রা করা মহিলাদের সমস্যাির কথা জানান। মন্ত্রীকে তাঁরা বলেন, অনেক সময় পুরুষ যাত্রীদের আচরণে রুষ্ট হয়ে মহিলারা ‘মেরি সহেলি’র নম্বরে ফোন করে অভিযোগ জানান। একক মহিলা যাত্রীদের একাধিক সমস্যার কথা সবিস্তারে রাষ্ট্রমন্ত্রী দর্শনা জারদোশর কাছে তুলে ধরেন ‘মেরি সহেলি’-র এসআই রশ্মিরেখা সাহু।
আরও পড়ুন:

ডাক্তারের ডায়েরি, পর্ব-৪৩: একজন আপষহীন নাট্য ব্যক্তিত্ব অমল রায়

দশভুজা: আমার উড়ান— শোনো এক মাটির মেয়ের গল্প তবে…

হাওড়ায় প্রথম যেখান থেকে ট্রেন চলেছিল সেই স্থান ঘুরে দেখেন মন্ত্রী। তিনি লোকাল ট্রেনেও চড়েন। মন্ত্রীর সঙ্গে ছিলেন জিএম অর্চনা যোশী এবং এজিএম জয়দীপ গুপ্তা, ডিআরএম এসপি সিনহা, মণীশ জৈন প্রমুখ।

আরও পড়ুন:

সময়ের আগেই দ্রুত ফোনের চার্জ, নেটপ্যাক ফুরিয়ে যাচ্ছে? আপনার স্মার্টফোনে এই ধরনের অ্যাপ নেই তো?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-২০: রবি ঠাকুর ও শমী ঠাকুর

রেল রাষ্ট্রমন্ত্রী জানান, “এ বার থেকে দূরপাল্লার ট্রেনে একা যাত্রা করা মহিলাদের জন্য কোচের মধ্যে একটি নির্দিষ্ট একটা জায়গায় আসনের ব্যসবস্থা থাকবে। বিষয়টি সংরক্ষিত ব্যচবস্থার সিস্টেমে কার্যকর করা হবে।”

Skip to content