শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রতি বছরের মতো এবছরও বন্যার কবলে অসম। তবে এবারের ভয়াবহতা তুলনায় অনেক বেশি। এখনও পর্যন্ত জলবন্দি প্রায় ২২ লক্ষ মানুষ। প্রাণ হারিয়েছেন ১২২ জন। বাড়িঘর জমি জায়গা হাসপাতাল সবই জলের তলায়। এমতাবস্তায় রাস্তার এক উঁচু জায়গায় ক্যানসার রোগীদের কেমোথেরাপি চলছে এমন দৃশ্যও দেখা যাচ্ছে। কারণ শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতাল সম্পূর্ণ জলমগ্ন। ফলে সমস্ত রোগীদের খোলা আকাশের নিচে নিয়ে আসা হয়েছে। সেখানেই চলছে যাবতীয় চিকিৎসা। জানা গিয়েছে, ১৫০ শয্যাবিশিষ্ট কাছাড় ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার গত কয়েক দিন ধরে জলমগ্ন থাকায় রোগী ও কর্মীদের লাইফ জ্যাকেট পরিয়ে রোগী পরিষেবা চালু রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক চিকিৎসক জানান, সবরকম ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা তারা রাস্তার উপরেই করছেন। যেখানে জল অপেক্ষাকৃত কম সেখানেই রোগীদের রেখে চিকিৎসা করানো হচ্ছে।


Skip to content