রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এ বার থেকে আপনার পোষ্য যদি কাউকে কামড়ায় তাহলে গুনতে হবে মোটা টাকা। কোনও ব্যক্তিকে পোষ্য কুকুর বা বিড়াল কামড়ালে মালিককে এ বার থেকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। নয়ডায় পর পর কুকুরে কামড়ানোর ঘটনা ক্রমশ বাড়তে থাকায় এবং পোষ্যদের মালিককে সচেতন করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নয়ডা প্রশাসন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির চিকিৎসার খরচও মেটাতে হবে পোষ্যের মালিককে। ২০২৩ সালের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম।
এই নির্দেশ দিয়েছে পশু সুরক্ষা কমিটি। শনিবার নয়ড়া অথরিটির পক্ষ থেকে পশু সুরক্ষা কমিটি একটি বৈঠক করে। সেই বৈঠকে পোষ্য কুকুর বা বিড়ালের আক্রমণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পরে কমিটির নির্দেশ দেয়, আগামী ২০২৩ সালের মার্চের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করতেই হবে। রেজিস্ট্রেশনের নির্ধারিত তারিখ পেরিয়ে গেলে জরিমানা দিতে হবে। এমনকি, নির্দিষ্ট সময়ের মধ্যে পোষ্যের নির্বীজকরণ (স্টেরিলাইজেশন) এবং ‘অ্যান্টি-র্যা বিস’ ইঞ্জেকশন না দিলে প্রতি মাসে ২০০০ টাকা করে গুনতে হবে।
আরও পড়ুন:

কলকাতায় ফেব্রুয়ারিতে শো করবেন অরিজিৎ সিংহ, টিকিটের দাম কত হাজার টাকা থেকে শুরু?

বাংলার দুয়ারে হাজির শীত, উত্তুরে হাওয়ায় এক ধাক্কায় পারদপতন ২ ডিগ্রি!

এছাড়া পোষ্যকে নিয়ে বাইরে বেরলে রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলেও তাও মালিককে পরিষ্কার করতে হবে। যদিও স্থানীয় মানুষ বা পশুপ্রেমিকদের পথকুকুরদের আশ্রয় দেওয়া, বাড়ির বাইরে খেতে দেওয়ার অনুমতি দিয়েছে কমিটি।
আরও পড়ুন:

মাঝ আকাশে সংঘর্ষ, নিমেষেই গুঁড়িয়ে গেল দুটি বিমান! মৃত্যু অন্তত ৬ জনের, দেখুন সেই ভিডিয়ো

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই পর পর পোষ্য কুকুরের কামড়ের ঘটনা প্রকাশ্যে আসছিল। যেমন গাজিয়াবাদে এক মহিলা লিফটে উঠেছিলেন তাঁর পোষ্য কুকুরকে নিয়ে। সেই লিফটের মধ্যে থাকা এক পড়ুয়ার উরুতে কামড় বসিয়ে দেয় ওই কুকুরটি। আবার রাজধানী দিল্লিতে লিফটে জোম্যোটো ডেলিভারি বয়কেও কামড়ে দেয় একটি জার্মান শেপার্ড। ডেলিভারি বয়ের গোপনাঙ্গে কামড়ে দেয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, একটি সারমেয় নয়ড়ায় সাত মাসের শিশুকে পর্যন্ত খুবলে খায় এমন ঘটনাও ঘটেছে। এই সব ঘটনার জেরেই নয়ড়া প্রশাসন এই নিয়ম জারির সিদ্ধান্ত বিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Skip to content