শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালান বলে অভিযোগ। ছবি: সংগৃহীত।

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । নবকিশোরকে লক্ষ্য করে কয়েক জন দুষ্কৃতী গুলি চালান বলে অভিযোগ। গুলি লেগেছে স্বাস্থ্যমন্ত্রীর বুকে।
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তিনি যখন গাড়ি থেকে নামছিলেন, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ প্রসঙ্গে ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই জানান, ‘‘এএসআই গোপাল দাস আচমকা সার্ভিস রিভলভার বের করে মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
আরও পড়ুন:

শীত কি আবার ফিরছে? কলকাতার পারদপতন দুই ডিগ্রি, কী বলছে হাওয়া দফতর

গাঢ় নীল স্যুট, চোখে রোদচশমা, নতুন ভিডিয়োতে ‘অ্যানিমাল’-এর লুকে ধরা দিলেন রণবীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় গোপাল পুলিশের উর্দিতেই ছিলেন। কিন্তু অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল রায় কেন এই কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে গ্রেপ্তার করা হয়েছে ওই এএসআইকে।
আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪০: শুধু খাল-বিল ঝিল নয়নজুলিতে মৌরালা মাছ করে প্রায় ২০ লক্ষ শিশুর অনুপুষ্টির ঘাটতি মেটানো সম্ভব

রবিবার স্বাস্থ্যমন্ত্রীর ওই কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। তাতে গোপালকেও নিয়োগ করা হয়েছিল। ফলে এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই ঘটনার প্রতিবাদে বিজেডি নেতা-কর্মীরা গান্ধী চকে ধর্নায় বসেছেন। তাঁদের অভিযোগ, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।

Skip to content