বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে অনেকেরই পরিচয় জানা সম্ভব হয়নি। এমনকি, খোঁজ মৃতদের পরিবারের কারও খোঁজও পাওয়া জায়নি। আপাতত অসনাক্ত দেহগুলি বালেশ্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেহ সরিয়ে নেওয়ার মূল কারণ হল, মৃতদেহগুলিকে আরও ভালো করে যাতে সংরক্ষণ করা যায়। ওড়িশা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত দেহগুলিকে রাজধানী ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে।
ওড়িশার মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা জানিয়েছেন, বালেশ্বরের থেকে ভুবনেশ্বরে আরও ভালো করে দেহগুলি সংরক্ষণ করা যাবে। সেই মতো দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত ১৬০টি দেহ শনাক্ত করা যায়নি। তাই মৃতদেহগুলি ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। রাজধানীর একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে রাখা হবে।’’ মুখ্যসচিব এও জানান, ট্রেন দুর্ঘটনার জন্য ভদ্রক এবং বালেশ্বরে ট্রেন পরিষেবা চূড়ান্ত ভাবে ব্যাহত হয়েছে। তাই আত্মীয়েরা সরাসরি ভুবনেশ্বরে এসে দেহ শনাক্ত করে যেতে পারেন।
আরও পড়ুন:

চলিত ভাষায় ইংরেজিতে সহজে কীভাবে কথা বলবেন?

অজানার সন্ধানে: পাচার হয়েছিল টন টন সোনা ও দামি ধাতু! ৮৫ বছরের সেই ভূতুড়ে রেলস্টেশন এখন অভিজাত হোটেল

সেই সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে ৪২ ঘণ্টা সংরক্ষিত অবস্থায় দেহগুলি রাখা থাকবে। এই সময়ের মধ্যে ভুবনেশ্বরে এসে পরিচিতদের দেহ শনাক্ত করতে হবে। ৪২ ঘণ্টার মধ্যে মৃতদেহ শনাক্ত না করা হলে ওড়িশা সরকার নির্দিষ্ট মেডিক্যাল পদ্ধতি মেনে সৎকার করে ফেলবে।

Skip to content