শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পুরীর জগন্নাথ মন্দির।

বুধবার দুপুরে শপথগ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসে। সেই বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বৃহস্পতিবারই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশপথ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।’’
এদিকে দ্বাদশ শতকের তৈরি প্রাচীন মন্দির রক্ষণাবেক্ষণের জন্যও মুখ্যমন্ত্রী বিশেষ তহবিল গড়ার কথা ঘোষণা করেছেন। অতিমারি পর্বের সময় মন্দিরের তিনটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পর থেকে আরও সেগুলি খোলা হয়নি। পুরীর জগন্নাথ মন্দিরের কেবল একটি প্রবেশদ্বার ভক্তদের জন্য খোলা ছিল। বিজেপির তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ওড়িশায় ক্ষমতায় এলে সব ক’টি প্রবেশদ্বার খুলে দেবে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

এ বার লোকসভা-বিধানসভা নির্বাচনে ওড়িশায় বার বার জগন্নাথদেবের নাম প্রচারে উঠে এসেছে। ভোটপ্রচারে পুরী গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রচারে গিয়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সরকারের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণের ত্রুটি এবং রত্মভান্ডারের চাবি হারানোর অভিযোগ তুলেছিলেন মোদী। এবার পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন সম্বিত পাত্র। সম্বিত ‘প্রভু জগন্নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত’ বলে উল্লেখ করেছিলেন। এর জেরে তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও তিনি এর জন্য প্রকাশ্য়ে ক্ষমা চেয়েছিলেন।

Skip to content