বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলায় বেঞ্চ বদল। এ বার শীর্ষ আদালতে রাজ্যের ডিএ মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি। এই মামলা গিয়েছে বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। আগে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে মামলাটি ছিল। এ বার বিচারপতি হৃষীকেশ রায়ের সঙ্গে মামলা শুনবেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আগামীকাল বুধবার, ১৪ ডিসেম্বর শীর্ষ আদালতে মামলার শুনানি রয়েছে।
বিচারপতি দীপঙ্কর দত্ত আগে কলকাতা হাই কোর্টে ছিলেন। এর পর তাঁর বদলি হয় বম্বে হাই কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে গত সোমবারই তিনি শপথ নিয়েছেন। আগে গুয়াহাটি হাই কোর্টে বিচারপতি দীপঙ্কর রায় প্র্যাকটিস করতেন। পরে সেখানেই তিনি বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন।
আরও পড়ুন:

ঐতিহাসিক সিদ্ধান্ত! এ বার নৌসেনার বিশেষ কমান্ডো বাহিনী ‘মার্কোসে’ও নিয়োগ করা হবে মেয়েদের

বাইরে দূরে: ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৯: নীল আকাশ, রঙিন ফল কালার, হ্রদের জলে তার প্রতিচ্ছবি…ঠিক যেন রূপকথার গল্প

ডিএ মামলা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। গত ৫ ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে যায়। এই মামলায় শীর্ষ আদালত জানিয়েছে, মামলার সব পক্ষকে ১৪ ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য সংক্ষিপ্ত ভাবে লিখিত ভাবে পেশ করতে হবে।

খাই খাই: শীতের আমেজে লোভনীয় কিছু খাওয়ার ইচ্ছা? রেস্তরাঁর মতো ঝটপট বানিয়ে ফেলুন সুখা মরিচ মাটন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

এদিকে, সুপ্রিম কোর্ট ডিএ মামলায় হাই কোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে রাজ্যের বিরুদ্ধে আনা আদালত অবমাননার মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে, কলকাতা হাই কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা।

Skip to content