শনিবার ৫ অক্টোবর, ২০২৪


মোদীকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য দাবিদার এ কথা তিনি বলেননি। ভারত সফরকারী নোবেল প্রতিনিধিদলের প্রধান তথা নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো বৃহস্পতিবার এমনই দাবি করেছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাকে তিনি ‘ভুয়ো’ বলেছেন। অ্যাসলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ‘‘একটি ভুয়ো খবরের টুইট করা হয়েছিল। তাই বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা প্রয়োজন।’’ নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ তোজো বিষয়টিকে নিয়ে আলোচনা বন্ধের পক্ষেও সওয়াল করেন।
আরও পড়ুন:

নরেন্দ্র মোদী পেতে পারেন শান্তির নোবেল, নরওয়ের পুরস্কার কমিটির কর্তার ইঙ্গিত তেমনই

কলকাতায় ঝড়বৃষ্টি শুরু, বইছে দমকা হাওয়াও, একাধিক জেলায় চলছে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি

ভারত সফরে এসে তোজো সংবাদমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মোদীর ভূয়সী প্রশংসা করেন। তবে তাঁর সেই বক্তব্যে নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি ছিল না বলে দাবি করে নোবেল কমিটির ওই কর্তার। তাঁর বক্তব্য, ‘‘আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের মিল নেই।’’

Skip to content