বুধবার ২৬ মার্চ, ২০২৫


ছবি: প্রতীকী।

২০০০ টাকার গোলাপি নোট বদলের জন্য হুড়োহুড়ির প্রয়োজন নেই। সোমবার আমজনতাকে আশ্বস্ত করে এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, নোট বদনের জন্য ‘যথেষ্ট’ সময় আছে। আগামী ৩০ সেপ্টেম্বর নোট বদলের শেষ সময়সীমা হলেও তার পরেও ২০০০ টাকার নোট বেআইনি হবে না।
আরবিআই গভর্নর সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন, “ব্যাঙ্কে ভিড় করার দরকার নেই। নোট বদলের জন্য আপনাদের কাছে চার মাস সময় আছে।” তিনি এ-ও জানান, ২০০০ টাকার নোট আগামী ৩০ সেপ্টেম্বরের পরে ‘অবৈধ’ হয়ে যাবে না। আগামী ৩০ সেপ্টেম্বর নোট বদলের সময়সীমা বেঁধে দেওয়ার কারণ হিসেবে গভর্নর জানিয়েছেন, আমজনতা যাতে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে, তার জন্যই সময়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:

ফ্রিজে রাখা খাবার কত দিন ভালো থাকে? কোন নিয়ম মানলে বজায় থাকবে খাবারের গুণমান?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬: টাকা-পয়সা খরচ করে পরিদর্শনের লোক রাখলেও, নিজে পর্যবেক্ষণ না করলে সবকিছুই বিনষ্ট হয়

রিজার্ভ ব্যাঙ্ক গত শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। আরবিআই ঘোষণা মতো ব্যাঙ্কগুলিকে দ্রুত ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধের কথা জানিয়ে দেয়। ২ হাজার টাকার নোট থাকলে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। সেই সঙ্গে শীর্ষ ব্যাঙ্ক জানায়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসের সঙ্গে সব ব্যাঙ্কেই ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে তেমন প্রয়োজন হলে নোট বদল করার সময় আরও বাড়ানো হবে।

Skip to content