নীতীশ কুমারের কনভয়ে হামলা। পটনায় মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে পাথর ছুড়ে হামলা চালানো হল। তবে সে সময় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রীর কনভয়ের হামলার একাধিক ভিডিয়ো টুইটারে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় কিছু লোকজন পাথর, লাঠি দিয়ে হামলা শুরু করেন। কনভয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। আশপাশ লোকজনও ছুটে এসে কনভয়ের উপর পাথর ছুড়তে থাকেন। মহিলারাও রাস্তায় নেমে ক্ষোভ দেখান।
সূত্রের দাবি, যে যেখানে হামলার ঘটনাটি ঘটে সেখানকার এক যুবক কিছুদিন আগে এক যুবক নিখোঁজ হন। মনে করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই হয়তো মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়েরও উপর হামলা চালানো হয়েছে।
Patna | Stones pelted at the convoy of Bihar CM Nitish Kumar; CM was not present in the convoy at the time of the incident. pic.twitter.com/5kNnn7IDlv
— ANI (@ANI) August 21, 2022
पटना में CM नीतीश कुमार के काफिले पर गुस्साई भीड़ ने पथराव किया और गाड़ियों के शीशे तोड़ दिए। कुछ दिनों से लापता एक युवक की हत्या से नाराज़ थे ये लोग। नीतीश कुमार पथराव के वक्त गाड़ी में नहीं थे मौजूद।#NitishKumar #Patna pic.twitter.com/YLEjq5xCa2
— Sarvesh Shukla (पत्रकार) (@Sarvesh88202701) August 21, 2022