বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে রান্নার গ্যাসের দাম দিন দিন বেড়েই চলেছে। এই পর্বে রান্নার গ্যাস নয়, এ বার নতুন সংযোগ নেওয়ায় খরচ বাড়ল। গ্যাসের সিলিন্ডারের দাম ইতিমধ্যেই এক হাজার টাকার উপরে। এত দিন ১৪.২ কেজির একটি সিলিন্ডারের নতুন সংযোগ নিতে ১,৪৫০ টাকা লাগত। নতুন ঘোষণায় এবার থেকে তা ১,৪৫০ টাকা থেকে বেড়ে হল ২,২০০ টাকা। অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নতুন সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোসিট বাবদ অতিরিক্ত ৭৫০ টাকা লাগছে। পাশাপাশি, এতদিন ২,৯০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রেখে দুটি সিলিন্ডারের সংযোগ নেওয়া যেত। এবার সেই সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ বেড়ে হল ৪,৪০০ টাকা। এছাড়াও, গ্রাহকদের আরও কিছু বাড়তি টাকা খরচ করতে হবে। যেমন রেগুলেটারের দাম ১৫০ টাকা থেকে বেড়ে হল ২৫০ টাকা। ১৫০ টাকা লাগবে গ্যাসের পাইপের জন্য। পাসবুকের জন্য দিতে হবে ২৫ টাকা।

Skip to content