বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আজ থেকে শুরু হল নতুন অর্থবর্ষ। এই অর্থবর্ষে কেন্দ্রীয় আয়করের ক্ষেত্রে ৫টি গুরুত্বপূর্ণ বদল এনেছে। সেই পাঁচটি বদলের ভালো-মন্দ জেনে নিন।

আয়কর রিটার্নে আরও সময়
নতুন নিয়মে করদাতারা যে অর্থবর্ষের জন্য রিটার্ন জমা দেবেন ভুলত্রুটি সংশোধনের জন্য তার পরের দু’বছরের মধ্যে একটি আপডেট রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

ক্রিপ্টোকারেন্সি
নতুন অর্থবর্ষ থেকে ৩০ শতাংশ হারে আয়কর ধার্য হবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের লাভের উপর৷ পাশাপাশি আগামী জুলাই মাস থেকে চালু হবে এক শতাংশ টিডিএস-এর নিয়ম৷ আর ক্রিপ্টোকারেন্সি থেকে যা লাভ হবে তার ওপর কর ধার্য করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ইথেরিয়ামে লাভ হলে বিটকয়েনে যদি লোকসান হয় তাহলে লাভের উপর আয়কর দিতে হবে।

প্রভিডেন্ট ফান্ড
প্রভিডেন্ট ফান্ডে আড়াই লাখ টাকা রাখলে তার সুদের উপরে কর দিতে হবে। ১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টকে করযুক্ত ও করমুক্ত দুটি ভাগে ভাগ করে হচ্ছে।

কোভিডে ছাড়
কোভিডে আক্রান্ত কোনও ব্যক্তি আর্থিক সাহায্য পেলে বা কোভিডে মৃতের পরিবার ১০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেলে কর দিতে হবে না।

বিশেষভাবে সক্ষম সন্তানদের জন্য
কোনও বাবা-মা যদি তার বিশেষভাবে সক্ষম কোনও সন্তানের জন্য বিমা প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে কর দিতে হবে না৷

Skip to content