সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সারা দেশ জুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে ইজরায়েলের বিজ্ঞানী শে ফ্লেইশন চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর দাবি অনুযায়ী, বাংলা-সহ দেশের ১০টি রাজ্যে করোনা সংক্রমণের নতুন রূপ বিএ.২.৭৫-এর অস্থিত্ব পাওয়া গিয়েছে।
শে ফ্লেইশন ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির সঙ্গে যুক্ত। সম্প্রতি ফ্লেইশন একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘সাতটি দেশ এবং ভারতের ১০টি রাজ্যে ৮৫টি সিকোয়েন্সের অস্থিত্ব মিলেছে। যদিও ভারতের বাইরে নতুন প্রজাতিতে সংক্রমণ পাওয়া যাওয়ার খবর মেলেনি।’
বিজ্ঞানীর বক্তব্য, এ বছর ২ জুলাই মাসে মহারাষ্ট্রে করোনার নতুন রূপে ২৭ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে ১৩ জন। উত্তরপ্রদেশ, দিল্লি ও জম্মুতে একজন করে সংক্রমিত হয়েছেন। হরিয়ানাতে ৬ জন ও হিমাচলপ্রদেশে ৩ জন আক্রান্ত। কর্নাটকে ১০ জন। মধ্যপ্রদেশ ও তেলঙ্গানায় যথাক্রমে ৫জন ও ৩ জনের শরীরে নতুন রূপের হদিশ মিলেছে। দেশে মোট ৬৯ জন সংক্রমিত হয়েছেন করোনার নতুন রূপের ভাইরাসে।
করোনার নতুন রূপের প্রভাব নিয়ে শে ফ্লেইশন জানিয়েছেন, এই বিশেষ প্রজাতিকে নিয়ে চিন্তার যথেষ্ট কারণ থাকলেও এখনই এর নির্দিষ্ট প্রভাব নিয়ে সিদ্ধান্তে আসা যাবে না।


Skip to content