Skip to content
শনিবার ১২ এপ্রিল, ২০২৫


সোমবার মাঝরাতে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে। এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত একজন মারা গিয়েছেন। ১০ জনকে ভাঙা বাড়ির স্তূপে মধ্যে আটকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। দমকল বাহিনী সূত্রে খবর, সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যদিও ঠিক কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন, তা জানা যায়নি। প্রশাসন সূত্র জানা গিয়েছে, অন্তত ২৫ জন মানুষ ভাঙা বাড়ির স্তূপে মধ্যে আটকে আটকে রয়েছেন।এই ঘটনায় স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।