বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

অ্যাম্বুল্যান্সেই তিন সন্তানের জন্ম। ঘটনাটি মধ্যপ্রেশের রায়সেন জেলার পিপলিয়া গলি গ্রামের। শুক্রবার সন্ধ্যায় জ্যোতি বাইয়ের পেটে যন্ত্রণা শুরু হয়। প্রথমে গোহরগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু ধীরে ধীরে জ্যোতির শারীরিক অবস্থার অবনতি হয়। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে ভোপালের সুলতানিয়া হাসপতালে নিয়ে যাওয়ার। সেই মতো জ্যোতিকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। অ্যাম্বুল্যান্সে ওই মহিলার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন চিকিৎসক সন্দীপ মারান। সন্দীপ জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সেই শুরু হয় তাঁর প্রসব যন্ত্রণা। জ্যোতির সেখানেই তিন সন্তানের জন্ম দেন। চিকিৎসকের সহায়তায় স্বাভাবিক ভাবেই জ্যোতি সন্তানের জন্ম দেন।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: সকালে জলখাবারে থাক নতুনত্ব, বানিয়ে ফেলুন সুস্বাদু পালক পনির পরোটা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২: এসেছে দৈব পিকনিকে

চিকিৎসক এও বলেন, সুলতানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মা ও তাঁর তিন সন্তানকে। মহিলা ও তিন শিশু ভালো আছে। সবাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। অনেক সময়েই মহিলারা প্রসব যন্ত্রণা বুঝতে দেরি করে ফেলেন। তাই বহু ক্ষেত্রে গর্ভপাত নিয়ে ঝুঁকি বেড়ে যায়। তাই প্রসবের দিন কাছাকাছি চলে কোনও রকম ব্যথাকেই মহিলাদের অবহেলা করা উচিত নয়।

Skip to content