শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


একসঙ্গে শুধু দুই হাতে লেখা নয়, ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে কিশোরী।

দুই হাতে সমান তালে ১১ রকম ভঙ্গিতে লিখতে পারবেন? সম্প্রতি সমাজমাধ্যমে এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে বিরল ক্ষমতাসম্পন্ন এক কিশোরী বোর্ডে লিখছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেওয়ালে ঝোলানো একটি বোর্ডে ওই কিশোরীর চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছেন।
শুধু একসঙ্গে দুই হাতে লেখাই নয়, তিনি ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে। কিশোরীর নাম আদি স্বরূপা। ম্যাঙ্গালুরুর বাসিন্দা, ১৭ বছর বয়স। আদি ইংরেজি এবং কন্নড় দুই ভাষাতেই সাবলীল লিখতে পারে। এমনকি, বিপরীত দু’টি দিক থেকেও সে লিখতে সক্ষম।
আরও পড়ুন:

খেতে শুরু করলে মুঠো মুঠো কিশমিশ খেয়ে ফেলেন? এতে শরীরের কী ক্ষতি হতে পারে?

পর্ব-৩, বসুন্ধরা এবং…/২য় খণ্ড: লিখতে বসে সুবর্ণর মনে হয়েছে ‘বসুন্ধরা এবং…’ তার কনফেশন বক্স …

মস্তিষ্কের দু’টি ভাগকে একসঙ্গে সমান ভাবে কাজ লাগানোর এই ক্ষমতা ১০ লক্ষের মধ্যে দেখা যায় এক জনের। আদি স্বরূপার লেখার বিশেষ কৌশল সমাজমাধ্যমে ছড়িয়ে পরতেই ভাইরাল হয়ে যায়। হতবাক নেটাগরিকরা।
আরও পড়ুন:

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

মাধ্যমিক ২০২৩: জীবন বিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে প্রশ্ন চয়নের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে

অনেকের মতে, “আদি স্বরূপার এই ক্ষমতা ঈশ্বর প্রদত্ত।” কারও মতে আবার, “স্বরূপা বিরলতম প্রতিভার অধিকারী।” স্বরূপার এই বিশেষ ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে তাঁকে পুরস্কৃত করে একাধিক সংস্থা। এমনকি, তাঁকে বিশ্ব সেরার তকমাও দেওয়া হয়েছে।

Skip to content