![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/fire-1.jpg)
দিল্লির করোল বাগের গফ্ফর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। একাধিক দোকান ও বাড়ি ভস্মীভূত। আগুন নেভানোর কাজে দমকলের ৩৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল সূত্রে খবর, এখনও হতাহতের খোঁজ পাওয়া যায়নি। বেশ কয়েকটি বাড়ি পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গফ্ফর বাজারে রবিবার সকাল নাগাদ আগুন লাগে। পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আশেপাশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকলের মোট ৩৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এখন আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
Delhi | Massive fire breaks out in the Gaffar market, Karol Bagh
Total 39 fire tenders rushed to the site. Fire is under control. No one trapped or injured: Delhi Fire Service pic.twitter.com/7Jfg6JlLQs
— ANI (@ANI) June 12, 2022