সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনা সংক্রমণকে রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করল কর্নাটক এবং ছত্তীসগঢ় সরকার। সারা দেশে টানা বেশ কয়েকদিন করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহ তিনেক আগে মাস্ক পরার নয়ম বাতিল করেও সংক্রমণ রুখতে ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন দু’হাজার ৪৮৩ জন। চিন্তা বাড়িয়ে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১১ জন! দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ ২৩ হাজার ৬২২ জনের। রিপোর্ট অনুযায়ী এখন সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

Skip to content