মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নোনে জেলায়। ওই পথ দুর্ঘটনায় একটি স্কুল বাস খাদে পড়ে যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বাস দুর্ঘটনায় বহু পড়ুয়া আহত হয়েছেন। কয়েক জনের অবস্থা বেশ গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা কারণ হিসেবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চালক পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:

জমিয়ে ঠান্ডায় জবুথবু অবস্থা দিল্লি-সহ গোটা উত্তর ভারতের, ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা

আবার বাড়তে পারে করোনার দাপট? পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র

স্থানীয় সূত্রের খবর, বাসটিতে থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুল’-এর পডুয়ারা ছিলেন। পডুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের জন্য খৌপুমের দিকে রওনা দিয়েছিল দু’টি বাস। দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায়। সেখানকার ঢালু খাদে বাসটি গড়িয়ে উল্টে গেল এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

Skip to content