বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। ঘটনাস্থলে উদ্ধারকাজ খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সংবাদসংস্থাকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ বলেন—রাজ্যের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনা। আমরা ৮১ জনকে হারিয়েছি। এর মধ্যে টেরিটোরিয়াল আর্মির জওয়ান রয়েছেন ১৮ জন। এখনও প্রায় ৫৫ জন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। আরও অন্তত দু’-তিন দিন সময় লাগবে সবার মৃতদেহ উদ্ধার করতে।
কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের ধ্বংসস্তূপে উদ্ধারকাজে সাহায্যের পাঠিয়েছে। এদিকে ভারতীয় সেনা জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ তাঁদের বাড়িতে সসম্মানে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৫ জন জওয়ানের কোনও খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও ২৯ জন বাসিন্দাও খোঁজ মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মণিপুরের টুপুল রেল স্টেশনের এই ভয়াবহ ধস নামে। ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ওই এলাকাতেই ছিল। ভয়াবহ ধসে বিষয়টি জানার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।


Skip to content