রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। জলমগ্ন বেশ কিছু এলাকা।

ঘূর্ণিঝড় মন্দৌসের তাণ্ডবে লন্ডভন্ড চেন্নাইয়। একাধিক জায়গায় ভেঙে পড়ল বহু গাছ। তছনছ হয়ে গিয়েছে মেরিনা বিচও। অনেক জায়গায় জল জমে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এবং দেওয়াল। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:

এই ৩ পানীয় নিয়মিত খাদ্যতালিকায় রাখুন, দেহ থেকে বেরিয়ে যাবে ক্ষতিকর দূষিত পদার্থ

বেশ ধাঁধায় ফেলছে প্লেটলেট, কমলেই সতর্ক হোন, কাউন্ট কত নামলে প্রয়োজন হয় প্লেটলেটের?

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ স্থলভাগে ঘূর্ণিঝড়ের আছড়ে প্রক্রিয়া শুরু হয়। ‘মনদৌস’ তামিলনাড়ুর মহাবলীপুরমের উপর দিয়ে রাত দেড়টা নাগাদ অতিক্রম করে। স্থলভাগে প্রবেশ করার সময় ‘মনদৌস’-এর গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে চেন্নাই ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে। হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত চেন্নাইয়ে বৃষ্টি হয়েছে ১১৫ মিমি।
আরও পড়ুন:

ভুয়ো আধার কার্ড রুখতে বিশেষ উদ্যোগ, পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্যে বিশেষ সমীক্ষা চালানোর ভাবনা কেন্দ্রের

খাই খাই: আজ একটু ভিন্ন স্বাদের রান্না করতে চান? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বিলেতি ধনেপাতা দিয়ে ভোলা মাছ

হাওয়া দফতর সূত্রে খবর, ‘মনদৌস’ স্থলভাগের উপর দিয়ে যাওয়ার পর সে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। ক্রমশ আরও শক্তি হারিয়ে ‘মনদৌস’ নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের আগে নিরাপত্তার কথা ভেবে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি অন্তর্দেশীয় উড়ান ও তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল করে দেয়। পুদুচেরি এবং তামিলনাড়ুতে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। খোলা হয়েছিল ত্রাণ শিবিরও। মোতায়েন করা হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

Skip to content