Skip to content
শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

একদম ভরা আদালতে স্ত্রীকে খুন করলেন স্বামী! গত শনিবার এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসানের একটি পরিবার আদালতে। হাড় হিম করা এই ঘটনায় হকচকিয়ে যান আদালতে উপস্থিত বিচারক থেকে অন্যানরা।
কর্নাটক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের মামলা চলছিল ৩২ বছরের শিবকুমার ও ২৮ বছরের চিত্রার মধ্যে। শনিবার সেই মামলার শুনানি ছিল। এর জন্য উপস্থিত হয়েছিলেন দু’পক্ষের আইনজীবী। এদিন বিচারক সওয়াল-জবাবের পর মামলার পরবর্তী দিন জানান। আর ঠিক সেই সময়ই এই ভয়ংকর ঘটনাটি ঘটে যায়।
শুনানি শেষ হওয়ার পর আদালতেরই একটি শৌচালয়ে গিয়েছিলেন শিবকুমারের স্ত্রী চিত্রা। জানতে পেরে তখনই চিত্রার পিছু নেন শিবকুমার। পকেট থেকে ছুরি বের করে আচমকা স্ত্রীর গলায় কোপ বসিয়ে দেন। চিত্রা চিৎকারে দ্রুত দৌড়ে উপস্থিত সবাই। তবে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিত্রার উভয় ধমনী কেটে যাওয়া তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
শিবকুমারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে মামলা দায়ের করেছিল।