বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এক মাসে বিদ্যুৎ খরচের বিল এসেছে ৩৪১৯ কোটি টাকা! সেই বিল দেখে বাড়ির কর্তা অসুস্থ হয়ে পড়লেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। পরিবারের দাবি, সেই বিল আসার পর থেকে ওই বৃদ্ধ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রিয়ঙ্কা গুপ্তর বাড়ি গ্বালিয়রের শিববিহার কলোনিতে। তাঁর বাড়িতে জুলাই মাসে বিদ্যুতের বিল আসার পর থেকে পরিবারের সদ্যরা আতঙ্কিত। এক মাসে বিদ্যুতের বিল ৩৪১৯ কোটি টাকা! কোথাও দেখতে ভুল হচ্ছে না তো, এই ভেবে পরিবারের সদস্যরা বার বার বিলটি দেখেন। এর পর থেকেই প্রিয়ঙ্কার শ্বশুরমশাই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার এই অসুস্থতার জন্য বিদ্যুৎ দফতরের ভুল বিলকে দায়ী দায়ী করেছেন।
তবে এই খবর প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমপিএমকেভিভিসি)। বিদ্যুৎ দফতর দ্রুত জানায় বড়সড় ভুল হয়ে গিয়েছে। কর্মীর ভুলেই এই কাণ্ড বলে দাবি এমপিএমকেভিভিসি-র। প্রিয়াঙ্কাদের যে নতুন বিদ্যুতের বিল দেওয়া হয়েছে সেখানে বিদ্যুতের খরচ বাবদ ১,৩০০ টাকা উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানিয়েছেন, যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁকে চিহ্নিত করা হবে। এদিকে, প্রিয়ঙ্কার পরিবার নতুন বিল পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন। যদিও হাসপাতালে ভর্তি অসুস্থ বৃদ্ধকে নিয়ে পরিবারের সদস্যরা চিন্তিত।
এ প্রসঙ্গে বিদ্যুৎ পরিবহণ সংস্থার জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক বলেন, কর্মীর ভুলেই এই ঘটনাটি ঘটেছে। এর জন্য তাঁরা আন্তরিক ভাবে দুঃখিত।

Skip to content